মিয়ানমারে গুলিতে ১১ বিক্ষোভকারী নিহত

 মিয়ানমারে গুলিতে ১১ বিক্ষোভকারী নিহত

মিয়ানমারের উত্তরপশ্চিমাঞ্চলীয় একটি শহরে নিরাপত্তাবাহিনীর বিরুদ্ধে শিকারের রাইফেল ও অগ্নিবোমা নিয়ে পাল্টা হামলা করেছে জান্তাবিরোধী বিক্ষোভকারীরা, কিন্তু তার মধ্যেই ১১ জন প্রতিবাদকারী নিহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যম মিয়ানমার নাও ও ইরাবতী জানিয়েছে, তেজ শহরের বিক্ষোভকারীদের দমনে প্রথমে সেখানে নিরাপত্তা বাহিনীর ছয় ট্রাক ভর্তি সেনা মোতায়েন করা হয়। বিক্ষোভকারীরা বন্দুক, ছুরি ও বোমা নিয়ে পাল্টা লড়াই শুরু করলে অতিরিক্ত আরও পাঁচ ট্রাক ভর্তি সেনা নিয়ে আসা হয়। বৃহস্পতিবার সকাল পর্যন্ত দুই পক্ষের মধ্যে লড়াই চলতে থাকে এবং অন্তত ১১ জন প্রতিবাদকারী নিহত ও ২০ জন আহত হন বলে গণমাধ্য দুটি জানিয়েছে। সেনাদের মধ্যে কেউ মারা গেছেন কিনা তা নিয়ে প্রতিবেদনগুলোতে কিছু বলা হয়নি।


Comments

Popular posts from this blog

বাংলাদেশ এর ৬৪ জেলার মোট জনসংখ্যার তালিকা । জেলা ভিত্তিক জনসংখ্যা

৫ টি ইংরেজী Paragraph শিখে লিখুন ১২৭ টি প্যারাগ্রাফ