দেশের বিভিন্ন জেলায় ভুমিকম্প
আজ দেশের বিভিন্ন জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (৫ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ৯টা ১৯ মিনিটে রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, জয়পুরহাট ও রাজশাহীসহ আকম্পন অনুভূত হয়েছে। এ ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৬। আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল আহসান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। ১০ সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পে অনেক ঘরবাড়ি কেঁপে ওঠে। অনেকেই ছোটাছুটি করে খোলা জায়গায় আসে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, ভূমিকম্পটির কেন্দ্র সিকিম সীমান্তবর্তী ভুটানিজ শহর সামজিতে এবং উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে ৮ দশমিক ৯ কিলোমিটার গভীরে। দ্যা ইকোনমিক টাইমস জানায়, ভূমিকম্পটি নেপাল-সিকিম সীমান্তে অনুভূত হয়। এ ছাড়া আসাম, বিহার ও পশ্চিমবঙ্গের কিছু অংশেও এর কম্পন অনুভূত হয়।
Comments
Post a Comment