সর্বনিম্ন ৩ সপ্তাহের লকডাউন দরকার: স্বাস্থ্যমন্ত্রী
যেকোনও দেশে সংক্রমণ কমিয়ে আনতে সর্বনিম্ন তিন সপ্তাহের লকডাউন দরকার বলে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘যত লম্বা সময় লকডাউন হবে, তত বেশি সেটা কার্যকর হবে। ভালো একটা লকডাউন দিলে সংক্রমণের হার কমে যেত।’ সোমবার (১১ এপ্রিল) একটি গণমাধ্যমকে এসব কথা বলেন। তিনি মনে করেন, ‘বিশেষ করে ঢাকা এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের মতো জায়গা, যেখানে সংক্রমণের হার অনেক বেশি, সেখানে যদি লকডাউন বেশি সময় দেওয়া হয়, তাতে অর্থনীতির কোনও ক্ষতি হবে না। কারণ অর্থনীতি চলে শিল্পকারখানা এবং কৃষির ওপর নির্ভর করে। কিন্তু ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশনে এগুলো নেই। কৃষি সিটি করপোরেশনের বাইরে, কলকারখানা সিটি করপোরেশনের বাইরে। সিটি করপোরেশনে সব হেড অফিস। হেড অফিসগুলোতে বাসা থেকে কাজ করা যায়, সেই মডার্ন সিস্টেম রয়েছে। আইটি সিস্টেম বাংলাদেশে এত ডেভলপ যে, ইজিলি কাজ করতে পারে।’
Comments
Post a Comment