Posts

Showing posts from May, 2020

বড়লেখায় মৃত ব্যক্তির স্ত্রীর করোনা 'পজিটিভ'

Image
বড়লেখায় মৃত ব্যক্তির স্ত্রীর করোনা 'পজিটিভ' বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা যাওয়া মৌলভীবাজারের বড়লেখার এক ব্যক্তির স্ত্রী (৩৫) করোনা 'পজিটিভ' হয়েছেন। মঙ্গলবার সিলেট থেকে এই তথ্য জানানো হয়েছে। গত ২৩ এপ্রিল ওই ব্যক্তি মারা যান। পরে স্থানীয় প্রশাসন তাঁর বাড়িটি লকডাউন করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে ওই ব্যক্তি এই হাসপাতালে আসেন। এখান থেকে তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে পাঠানো হয় শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। সেখানে ভর্তির কয়েক ঘণ্টার মধ্যে তিনি মারা যান। মৃত্যুর পর তাঁর নমুনা সংগ্রহ করা হয়। গত ২৬ এপ্রিল সিলেট থেকে জানানো হয়, পরীক্ষায় তাঁর করোনা ধরা পড়েনি। এদিকে ঝুঁকি এড়াতে ওই ব্যক্তির মৃত্যুর পর পরিবারের চারজনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছিল। মঙ্গলবার সেই পরীক্ষার প্রতিবেদন পাওয়া যায়। এতে দেখা যায়, চারজনের মধ্যে শুধু মৃত ব্যক্তির স্ত্রী করোনায় আক্রান্ত। যদিও তাঁর কোনো উপসর্গ নেই। আবারও তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো ...

কলেজগুলোতে অনলাইন ক্লাসের তাগিদ

Image
কলেজগুলোতে অনলাইন ক্লাসের তাগিদ  @prothom alo জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে অনলাইন ক্লাস চালুর তাগিদ দিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ। এর মধ্যে যেসব কলেজে অনলাইনে ক্লাস নেওয়ার মতো সক্ষমতা রয়েছে তাদের জরুরি ভিত্তিতে অনলাইন ক্লাস চালুসহ কয়েকটি নির্দেশনা দিয়েছেন তিনি। বিশ্ববিদ্যালয়টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে উপাচার্যের এই নির্দেশের কথা জানানো হয়। এতে বলা হয়,করোনাভাইরাসের বিস্তারের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সময় শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোকে অনলাইনের মাধ্যমে ক্লাস নিতে আহবান জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ অবস্থায় ‌'লকডাউন' চলাকালীন শতভাগ স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে বেশ কিছু নির্দেশনা দেন উপাচার্য। নিদের্শনায় আরও বলা হয়, যেসব কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানের অনলাইন ক্লাস করানোর মতো সুবিধা নেই, তাদেরও দ্রুত এই সুবিধার আওতায় আসতে হবে। এ ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তৈরি করা মোবাইল অ্যাপস কিংবা জুম সফটওয়্যার ব্যবহার করে শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অনলাইন ক্লাসে ...